৩৫০ জন সাফাই কর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন পৌর প্রশাসক

23rd December 2020 10:11 am বাঁকুড়া
৩৫০ জন সাফাই কর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন পৌর প্রশাসক


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  শহরকে দূষণমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার কাছে যুক্ত ওঁরা। শীত, গ্রীষ্ম থেকে বর্ষা বছরের ৩৬৫ দিন বিরামহীনভাবে কাজ করা পৌরসভার সাফাই কর্মীদের পাশে দাড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা। সদ্য দায়িত্বপ্রাপ্ত 'প্রশাসক' দিব্যেন্দু ব্যানার্জী পৌরসভার ৩৫০ জন সাফাই কর্মীর হাতে তুলে দিলেন শীতবস্ত্র। সাফাই কর্মী রুক্মিণী মাদ্রাজী, চঞ্চলা মাদ্রাজী, পদ্ম মাদ্রাজীরা বলেন, ৩৫ বছরে এই প্রথমবার পৌরকর্তৃপক্ষ এভাবে আমাদের পাশে দাঁড়ালো। আগামী দিনেও এভাবে তাঁদের পাশে তারা থাকবেন বলে আশাপ্রকাশ করেন। পৌরপ্রশাসক দিব্যেন্দু ব্যানার্জী বলেন, সারা শহর যখন ঘুমিয়ে থাকে, তখন এঁরা  সংস্কৃতি আর ঐতিহ্যের শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে রাস্তায় নেমে পড়েন। এদের ভালো না রাখলে, এঁরা ভালো না থাকলে শহর ভালো থাকবেনা। তাই পৌরসভার তরফে এঁদের পাশে তারা 'সাধ্যমতো' দাঁড়ানোর চেষ্টা করেছেন বলে তিনি জানান।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।